দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং নতুন ভবনে মহিলা ওয়ার্ড এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভার পূর্বে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এন,সি,ডি কর্নার ও নতুন ভবনে মহিলা ওয়ার্ড ও কেবিন, ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন সাবেক সফল মন্ত্রী প্রাথমিক গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ফুলবাড়ী ও পার্বতীপুর) উপজেলার উন্নয়নের রূপকার, স্থানীয় সংসদ সদস্য এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন ফুলবাড়ী উপজেলা হাসপাতাল ব্যবস্থানা কমিটির সহ-সভাপতি, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজ্ঞু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরসামচ্ছুজামান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ডাবলু, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মোঃশাকিলুর রহমান, ডাঃ মোঃ সাজেদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রোগীরা হাসপাতালে আসলে তারা যেন ডাক্তারদের কাছে মন খুলে কথা বলতে পারে, ডাক্তারদের উদার মানসিকতার হতে হবে,
এবং রোগীদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, তাদের আচরণে রুগীরা যেনো মুগ্ধ হয়, প্রশংসা করে।
হাসপাতালের ডাক্তারগন রোগীদের এমন সেবা দিয়ে যাবেন যেন এই হাসপাতাল বাংলাদেশের শ্রেষ্ঠ স্থানে যায় । মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ- হাসিনা স্বাস্থ্য সেবায় সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন। বাংলাদেশ এখন সব কিছুতে এগিয়ে গেছে।