দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন বিন আমজাদ) : দিনাজপুরের ফুলবাড়ীতে এই শীতের মৌসুমে এক হাজার কম্বল বিতরণ করেছেন নিঃস্বার্থভাবে সমাজসেবা করে যাওয়া একজন মানবিক মানুষ টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাবু।
প্রচন্ড এই শীতে যখন অসহায় মানুষের শীত কাটানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই মুহূর্তে অসহায় মানুষদের কিছুটা উষ্ণতা দিতে তাদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাবু ।
অসহায় দরিদ্র ও বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় তিনি এই কম্বলগুলো পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এছাড়াও তিনি পুরো বছরেই বিভিন্ন সময়ে ফুলবাড়ীর মানুষের জন্য সমাজ সেবামূলক কাজ করে থাকেন ।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা, খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকেন এই মানবিক মানুষটি। পাশাপাশি তার পরিচালিত টিএম হেলথ কেয়ারে অসহায় ও দরিদ্র রোগীদের বিশেষ সুবিধা ও দিয়ে থাকেন তিনি।
এ বিষয়ে কথা হয় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাবুর সাথে তিনি বলেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার ভিতরে এক ধরনের আলাদা মজা রয়েছে, আমি সবসময় চেষ্টা করি মানুষকে খুশি রাখার, মানুষকে খুশি রাখার ভিতরেই আমি আনন্দ খুঁজে পাই। যতদিন বেঁচে আছি এভাবে মানুষের সেবা করে যেতে চাই।
উল্লেখ্য যে, ইতিমধ্যে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাবুর সমাজ সেবামূলক মানবিক এই কর্মকান্ড গুলো বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।