দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী দিনাজপুরের আয়োজনে অত্যন্ত সাজানো গোছানো, জাঁকজমকপূর্ণ আয়োজনে উপজেলা চত্ত্বরে ১৯ জুলাই সোমবার তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মামুুনুর-রশীদ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক বৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এসেছিলেন।
ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী স্টল বানানো হয়। কৃষি মেলার উদ্বোধন শেষে ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।