দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রানী রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, ষড়যন্ত্র, অবকাঠামো ধ্বংস ও এলাকাবাসীকে প্রভাবিত করে বিক্ষোভ ও মানববন্ধনের প্রতিবাদে শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন করেন অতঃপর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চন্দন কুমার রায়।
২১ জুলাই দুপুর বারোটায় ফুলবাড়ী শিক্ষক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাসুদ, সহকারী শিক্ষক চঞ্চল, সহকারী শিক্ষক ধীমান, সরকারি শিক্ষিকা নুপুর ও আয়া রিতা রানী রায়সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির নেতা রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক, চক মথুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক, ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রামেশ্বর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক চন্দন কুমার রায় বলেন একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে আমাদের মানহানি করার চেষ্টা করেছে।
তিনি এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এসময় তিনি সাংবাদিকদের অনুরোধ জানান আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ উন্মোচন করে সঠিক বিষয়টি জনসম্মুখে নিয়ে আসেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য যারা এমন জঘন্য নিন্দনীয় কাজ করে চলেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও কামনা করেন।
সংবাদ সম্মেলনে আয়া রিতা রানী রায় বলেন, যারা আমাকে এবং প্রধান শিক্ষককে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দাবী করছি, অপপ্রচারকারীরা যেই বিষয়টি প্রচার করছে সেই ঘটনা মিথ্যা এবং বানোয়াট এর কোন ভিত্তি নেই।