দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে জুন ২০২৫ শুক্রবার দুপুর ২টায় পৌর এলাকার শ্রী শ্রী শিবমন্দির থেকে রথ নিয়ে শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে যাত্রা করেন প্রায় ৩ হাজার সনাতন ধর্মাবলম্বী। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এর আগে সকাল থেকে শ্রী শ্রী শিব মন্দিরে পুজা অর্চনা করে রথ প্রস্তুত করা হয়। জুমার নামাজের দিন হওয়ায় রথের যাত্রার সময় নির্ধারণ করা হয় দুপুর ২টায়। এর আগেই হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন।
ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল জানান, ফুলবাড়ী একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর জায়গা। হিন্দুদের রথযাত্রায় যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সে ব্যাপারে আমরা ব্যবসায়ীরা তৎপর আছি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের দিনাজপুর জেলা কমিটির সদস্য আনন্দ কুমার গুপ্ত বলেন, এবার রথযাত্রা আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত ছিলো।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসবে ৩ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম কাজ করেছে। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে এ উৎসব সম্পন্ন হয়েছে।