দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : দিনাজপুরের ফুলবাড়িতে ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাবের আয়োজনে, বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানার সার্বিক সহযোগিতায় মাদক সচেতনতামূলক আলোচনা সভা খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলি ক্রীড়াকে হা বলি এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়তে ফাইভ স্টার ক্লাবের এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়, এরপর জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাইভ স্টার ক্লাবের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের ছোট বড় শিক্ষার্থী ও নারি পুরুষের অংশগ্রহণে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বাচ্চাদের বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দড়ি লাফা, বুদ্ধির খেলা, বড়দের মোরগ লড়াই, মহিলাদের বলচক্র, ঝুড়িতে বল নিক্ষেপ, পুরুষদের, হাড়িভাঙ্গাসহ জনপ্রিয় বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
খেলা শেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইভ স্টার ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র এলাকার কৃতি সন্তান শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম মন্টু।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, রমজান আলী,যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, কোষাধক্ষ্য আশরাফুল আলম, প্রচার সম্পাদক সোহাগ কিবরিয়া, ক্রিড়া সম্পাদক শাহজাহান আলী, সদস্য রিপন, জাহাঙ্গীর, শিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গণ্যমান্য ও স্থানীয় সাংবাদিক।