দিনাজপুর জেলা প্রতিনিধি (আল আমিন) : দিনাজপুরের ফুলবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ১৭-১৮ তম প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে সার্টিফিকেট ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সার্টিফিকেট বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিলটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, এলুয়ারী ইউপি চেয়ারম্যান মাওলানা নাবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয়।