মানবচিত্র ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী পরশু থেকে দলের প্রতিটি অঙ্গ সংগঠন বিক্ষোভ করবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, রাস্তায় না নামলে কিছুই হবে না, আগে রাস্তা দখল করতে হবে। আপনারা সবাই প্রস্তুতি নিন, তৈরি হয়ে যান আমরা এই ফ্যাসিস্ট সরকারকে টেনে হিচড়ে নামাবো এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
মঙ্গলবার ২ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করেছে।
মির্জা ফখরুল বলেন, এই সরকারকে আর সময় দেওয়া চলবে না এক দফা এক দাবি এই সরকারের প্রথম নিশ্চিত করতে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে রাজপথ দখল করতে হবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই লক্ষ্যে সবাইকে গর্জে উঠতে হবে। দখল করে নিতে হবে রাস্তাঘাট। জোর করে ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তাদেরকে তাদের রক্তে মাউস থেকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, হারিকেল ধরার সময় এসে গেছে আপনাদের, পালানোর সময় পাবেন না। পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাবেন না। এরকম বহু ঘটনা রয়েছে। শ্রীলংকার মাহেন্দ্র রাজাপাকসে পালাতে গিয়েও পালাতে পারেন নাই, প্রধানমন্ত্রী তো পালাতে পারেননি মালদ্বীপে গিয়ে বসে আছেন। ডিক্টেটররা এভাবেই পালাতে চায় জনগণ তাদেরকে পালাতে দেয় না। সেই কথাগুলো মনে রাখবেন।