এফএনএস : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ীপ এরদোয়ানের নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ীপ এরদোয়ানের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন।
এ ভোজে পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিরা অংশগ্রহণ করেন।
বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
প্রসঙ্গত দেশটির সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে গত ২৩ এপ্রিল তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেখানে ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন তিনি।
তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সলানের আমন্ত্রণে ২৫ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে অংশগ্রহণ করতে প্রধান বিচারপতি তুরস্ক সফরে যান।