অনলাইন ডেস্ক : লালমনিরহাট জেলায় উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে।
শনিবার সকালে (১৯ জুন) ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা চরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।
হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধা সিন্দুর্না, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে পারে যেকোনো সময়।
তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানিয়েছে, উজানের পানি ও বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল ৬টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় তা ৩ সেন্টিমিটার কমে গিয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।