অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহের উপস্থিতেতে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনেই দারুসসালামের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রী দাতো সেরি সেটিয়া ডা. হাজী মো. আমিন লিউ বিন আবদুল্লাহ স্বাক্ষর করেন।
৯টি আর্টিকেল সম্মিলিত এই সমঝোতা স্মারকটি ৫ বছর মেয়াদি এবং স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২২ এপ্রিল বাংলাদেশ এবং ব্রুনেইয়ের মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। যার মেয়াদ ছিল ২ বছর।