অনলাইন ডেস্ক : ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় ২০ হাজার কর্মী। এছাড়া থাকছে ০১ হাজার যানবাহন। এলক্ষ্যে দুই সিটি করপোরেশনেরই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।
তবে বর্জ্য অপসারণের সময়সীমা দুই সিটি করপোরেশনের দুই রকম। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বর্জ্য অপসারণ করতে চায় ১২ ঘণ্টার মধ্যে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণের লক্ষ্যামাত্রা নির্ধারণ করেছে।
দুই সিটি করপোরেশনেরই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্টরা জানান, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় প্রায় ৫০ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। এই হিসাব হাটগুলোর বর্জ্যসহ। এই বিপুল পরিমাণ বর্জ্য গত কয়েক বছর ধরেই ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করে আসছে দুই সিটি করপোরেশন।
বর্জ্য অপসারণের লক্ষ্যে দুই সিটি করপোরেশনই ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে প্রায় হাজার খানেক ট্রাক, কম্প্যাক্টর, ড্রাম্প ট্রাক, লোডার ও পানি গাড়িসহ নানা যানবাহন। এছাড়া বাসাবাড়িতে দেওয়ার জন্য ৩ লাখ পিস ময়লা ফেলার ব্যাগও দেওয়া হচ্ছে সিটি করপোরেশন থেকে।
২০ হাজার বর্জ্য ব্যবস্থাপনাকর্মীর মধ্যে ডিএসসিসির রয়েছে ৭ হাজার জন। এছাড়া প্রায় ১৩ হাজার কর্মী থাকছে ডিএনসিসির। নিজস্ব কর্মীর পাশাপাশি বেসরকারিভাবে এইসব পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োগ করবে দুই সিটি করপোরেশন।
দুই সিটিতেই থাকবে নিয়ন্ত্রণকক্ষ। থাকবে হটলাইন নাম্বার। এই হটলাইন নাম্বারে ফোন দিলেই কর্মীরা পৌছে যাবে স্পটে। ঈদের দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু হবে।
ওয়াটার বাউজার দিয়ে জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা থাকবে। ব্লিচিং পাউডারসহ অন্যান্য পরিচ্ছন্নাতার উপকরণ ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
প্রতিটি ওয়ার্ডে মনিটরিং থাকবে জানিয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ শুরু হবে। সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য মাতুয়াইল ভাগাড়ে নেওয়ার কাজ করব।
১২ ঘণ্টার মধ্যে পশু কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণকাজে যেসব কর্মীদের লাগবে তাদের তালিকা করা হচ্ছে।