আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টকে নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান হল। অবশেষে সরকারি বাসভবন হোয়াইট হাউস ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎ করেন তিনি, সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তারপর বিশেষ একটি হেলিকপ্টারে চড়ে তারা দুইজন রওনা দেন মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ডিউজের উদ্দেশে। সেখানে এক সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ডিউজে বিদায়ী বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপানারা আশ্চর্য মানুষ। এটি একটি দুর্দান্ত, দুর্দান্ত দেশ। আপনাদের রাষ্ট্রপতি হওয়া আমার জন্য সবচেয়ে বড় সম্মান এবং সৌভাগ্যের বিষয় ছিল।’
তাঁর বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প জানান, দায়িত্ব পালনকালে তিনি অনেক কিছু অর্জন করেছেন। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প দেশবাসীদের ভালোবাসেন।
এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মেলানিয়া বলেন, ‘আপনাদের ফার্স্ট লেডি হওয়াটা আমার জন্য সম্মানের। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। আপনাদের পরিবারের মঙ্গল হোক এবং সর্বোপরি এই জাতির মঙ্গল হোক।’
তথ্যে জানা যায়, মেরিল্যান্ডের ঐ সামরিক ঘাঁটিতে বাকী অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় তার মা-এ-লেগো রিসোর্টে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চর্তুথ যিনি তার উত্তরসূরির অভিষেক আয়োজনে উপস্থিত থাকবেন না।