অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম মোঃ মিলন শেখ(৩২)। সে খালিশপুর মজগুন্নি এলাকার সেকেন্দার আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই মোস্তাক আহমেদ, এএসআই রাকিব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা র মির্জাপুর বাজের সরদার টি স্টোর এর সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ঐ যুবককে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে পাটকেলঘাটা থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ০২, তারিখ- ০৩/০২/২০২৪ ইং।
তিনি আরো জানান, রবিবার সকালে আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।