অনলাইন ডেস্ক : বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ০৪(চার) কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ইং- ২৮/০১/২০২৪খ্রিঃ বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আবুল হাসনাত খান’র নির্দেশনায় বাগেরহাট সদর থানা এলাকায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিরস্ত্র) আব্দুর রউফ, এএসআই(নিঃ) মোঃ তরিকুল ইসলাম ও ফোর্সসহ বাগেরহাট পৌরসভাধীন বাসাবাটী সাকিনস্থ দড়াটানা টোল প্লাজার দক্ষিণ পাশে বেড়ীবাধ রাস্তার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে ১। রানী বেগম(৩৬), পিতা-মৃত আনোয়ার শেখ, মাতা- সাফিয়া বেগম, গ্রাম- বাঁশবাড়ীয়া (ওয়ার্ড-০১, ইউপি-বলইবুনিয়া), থানা- মোরেলগঞ্জ, জেলা– বাগেরহাট এর নিকট হতে একটি ট্রাভেল ব্যাগের মধ্য হতে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয়।
বাগেরহাট ডিবি ওসি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
তিনি আরও জানান, এই ভাবেই মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বাগেরহাটের অভিযান অব্যাহত থাকবে।