ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(মো: আইনুল হক) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেনসিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শনিবার গভীর রাতে বৈরচুনা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা উপজেলার হাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল সহ শেফালী নামে এক মহিলা মাদক ব্যবসায়ী কে আটক করে।
জানা গেছে, আটককৃত মহিলা উপজেলার করনাই হাটপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনর স্ত্রী ।
সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় ওই মহিলা ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রি করে আসছিলেন । আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
৪ জুলাই রবিবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়