ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি (মোঃ আইনুল হক) : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউপির ভেমটিয়া গ্রামের আক্তার হোসেনের ২য় পুএ কিশোর রুবেল রানা(১৫) ৬ নং পীরগঞ্জ ইউপি থাানা পীরগঞ্জ জেলাঃ ঠাকুরগাঁও।
গত ২১/ ০৭/ ২০২৩ বিকাল ৩ টার সময় বাড়ি হইতে পীরগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে আসেন। তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এদিকে তার পরিবার সুএে জানা যায় প্রতিদিনের ন্যায় রুবেল তার স্কুলের সহপাঠীদের সাথে নিযমিত মাঠে খেলতে যেত। কিন্তুু সেদিন বিকেলে খেলতে যাওয়ার কথা বলে আরে বাসায় ফিরে আসেনি রুবেল।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, তাকে বাড়িতে না পেয়ে তার মা তাকে খুঁজে বেড়ান আশে পাশের বাড়িগুলোতে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।
এর পরে বিষয়টি তাদের আন্তিয় স্বজনদের জানানো হয় যে কারও বাড়িতে গিয়েছে কিনা, এর পর তাকে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে যায় তার পরিবার।
উপায়ান্তর না পেয়ে স্হানীয় গন্য মান্য ব্যাক্তিদের পরামর্শে রবিবার পীরগঞ্জ থানায় একটি হারানো জিডি করেন ভুক্তভোগী পরিবারের তার পিতা।
রুবেলের পিতা আক্তারুল ইসলাম বলেন যদি কোন সহৃদয় বান ব্যাক্তি দেখে থাকেন বা সন্ধান দিতে পারেন আমি সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকিবো।
ছেলেটি হারিয়ে যাওয়ার তার উচ্চতা ছিল ৪”ফিট পরনে সাদা রংগের গেঞ্জি ও নীল রংগের জিন্সের প্যান্ট ঠিকানা গ্রাম- ভেমটিয়া, ৬ নং পীরগঞ্জ ইউপি, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও। ফোন নং ০১৭৮০-৭৪৫৩৩০, ০১৭৪০-৮৫৯৮০১ পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
পরিবার থেকে জানান, যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান দিতে পারেন তাকে পুরস্ককৃত করা হবে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুঃ আঃ লতিফ শেখ বলেন থানায় একটি মিসিং ডায়রি হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যাবস্হ্যা নেওয়া হবে।