ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি (মোঃ আইনুল হক) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭জুন) বিকেল ৬ টায় পৌর শহরের সিনোমা হল রোডে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক দল এ আয়োজন করে ।
উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল আল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চেীধুরী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক সেলিম রেজা, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক আরিফুর জাম্মান কর্নেল, সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাহমুদ আল মিঠু,পৌর আহব্বায়ক নুরে আলম সিদ্দিক, যুগ্ন আহব্বায়ক হিমেল প্রমুখ, আলোচনা শেষে পৌর শহরের প্রায় দুই শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।