ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি (মোঃ আইনুল হক) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সদস্য ও পীরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি তরুণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন ।
এক শুভেচ্ছা বাণীতে এ তরুণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।
উপজেলার দশ টি ইউনিয়ন ও পৌর এলাকার বাসিন্দারাসহ সারা দেশবাসী আনন্দের সঙ্গে ঈদ পালন করুক- এ আশাবাদ ব্যক্ত করে বলেন দল, মত নির্বিশেষে সবাই মিলে ঈদ উৎসব পালন করবো।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় পীরগঞ্জ ও দেশবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।