অনলাইন ডেস্ক : ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা সাব-জোন অফিসে পৌঁছানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গার্ড অব অনার দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন পটুয়াখালীর ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা সাব-জোন অফিস ও কুয়াকাটা পর্যটন এলাকা পরিদর্শন করেছেন। ৪ সেপ্টেম্বর (শনিবার) তিনি এই পরিদর্শনে যান।
স্বরাষ্ট্রসচিব ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা সাব-জোন অফিসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার, পটুয়াখালীর পুলিশ সুপার এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রসচিব বলেন, ট্যুরিস্ট পুলিশ এখানে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছে। পর্যটকদের নিরাপত্তায় এ ইউনিটের কর্মকর্তা–কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানে চুরি, ছিনতাই ও ইভ টিজিং অনেকটা শূন্যের কোঠায় রয়েছে। ফলে পর্যটকদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।