কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া থেকে সিফাত (৪) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
আজ ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় কচুবনিয়া বড় মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে অপহৃত শিশু সিফাতের চাচা তৈয়ব।
জুবাইর এবং ফাতেমা আক্তারের একমাত্র সন্তান সিফাত। জুবাইরের নয়াপাড়া বাজারে দোকান আছে। ফাতেমা আক্তার গৃহিণী।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সিফাত তার সহপাঠীদের সাথে মাদ্রাসা শেষ করে বাড়ি ফিরছিলেন। মাদ্রাসা থেকে কিছু দূর যেতে দুইজন অজ্ঞাত মহিলা একটি সিএনজি যোগে সিফাতকে জোর করে তুলে নিয়ে যায়৷
এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কান্নজড়িত কণ্ঠে শিশুটির বাবা জুবাইর জানান, আমার সুখের সংসারে সন্ত্রাসীরা হানা দিয়েছে। আমার সঙ্গে এলাকার কারও খারাপ সম্পর্ক ছিল না।
এদিকে একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সিফাতের মা।