কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ হোছাইন (২২) নামে এক যুবককে র্যাব-১৫ এর সদস্যরা আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উলুবনিয়া রাস্তার মাথার উত্তর পাশে গোলাম আজমের কম্পিউটারের দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকটে কতিপয় সন্ত্রাসী একত্রে সমবেত হয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫, কক্সবাজর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল রবিবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে বর্ণিত স্থানে পৌঁছে হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া এলাকার সৈয়দ হোছেনের ছেলে মোহাম্মদ হোছাইন (২২) কে আটক করে এবং অজ্ঞাত তিনজন পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট হতে লাইসেন্সবিহীন ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে লাইসেন্সবিহীন উক্ত অস্ত্র নিজ দখলে রেখে প্রচলিত আইনে অপরাধ করায় তাকে আটক করা হয়।
তিনি আরো জানান,আটককৃত ব্যক্তি ও পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।