কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের জন্য বন্দী করে রাখা দুই রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। একই সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলীর আকতার হোসেনের বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।
অপহৃতরা হলেন- টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ২১ এর ব্লক-এ/৫ এর মৃত ওসমানের ছেলে মোহাম্মদ আলী (২১) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবুল কাশেমের মেয়ে আয়েশা সিদ্দিকা (২০)।
এছাড়া ঘটনাস্থল থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চাকমারকুল ক্যাম্প ২১ এর ব্লক এ/৬ এর সবু ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (২২), বড়ইতলী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আকতার হোসেন (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনকে (৩২) আটক করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আমাদের কাছে তথ্য ছিল কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য বড়ইতলীর আকতার হোসেনের বাড়িতে বন্দী করে রাখা হয়েছে।ওই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।