অনলাইন ডেস্ক : টানা তৃতীয়বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসমায় সিক্ত করলেন সহকর্মী জেলা পুলিশের কর্মকর্তারা। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গত ১৯ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের অভিভাবক ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে আগস্ট ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগস্ট ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় টানা তৃতীয়বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, ওসি(ডিবি), ডিআইও-১ (ডিএসবি) সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ।