টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি (গৌরাঙ্গ বিশ্বাস) : ৮ই ফেব্রুয়ারি ২০২৩ইং রোজ বুধবার চামুরিয়া যুব সমাজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভলিবল টুর্নামেন্ট এর সভাপতিত্ব করেন- ডাক্তার মোঃ নুরুল হুদা এম,বি,বি,এস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অবসরপ্রাপ্ত)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ নুরুন্নবী সরকার (মেয়র কালিহাতী পৌরসভা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোল্লা আজিজুর রহমান (অফিসার ইনচার্জ কালিহাতী থানা), মোঃ এনামুল হক কাউন্সিলর কালিহাতী পৌরসভা (৭নং ওয়ার্ড) এই ভলিবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন, টাঙ্গাইল সদর মির্জাপুর, বাসাইল, ভুয়াপুর, ঘাটাইল, সখিপুর, যমুনা পূর্ব থানা আব্দুল হাই চেয়ারম্যান ভলিবল ক্লাব, শহীদ আব্দুর রশিদ ভলিবল ক্লাব যুগিপাল।
আজকে খেলায় অংশগ্রহণ করেন, যমুনা পূর্ব থানা আব্দুল হাই চেয়ারম্যান ভলিবল ক্লাব ও শহীদ আব্দুর রশিদ ভলিবল ক্লাব যোগীপাল।
এসময় আরো উপস্থিত ছিলেন- আনোয়ারুল হক বাবলু আওয়ামী লীগ নেতা, জাহিদুর রহমান চামুরিয়া, সাংবাদিক আব্দুস সাত্তার,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।