টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি (গৌরাঙ্গ বিশ্বাস) : টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহ্যবাহী কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা ভবনের শুভ উদ্বোধন হয়েছে, প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য টাঙ্গাইল- ৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হোসাইন উপজেলা নির্বাহি অফিসার কালিহাতী, মোল্লা আজিজুর রহমান অফিসার্স ইনচার্জ কালিহাতী থানা, মোঃ আক্তারুজ্জামান মন্ডল ভাইস চেয়ারম্যান কালিহাতী উপজেলা পরিষদ, মোহাম্মদ নুরুন্নবী সরকার মেয়র কালিহাতী পৌরসভা, জনাব মোহাম্মদ মোস্তফা কবীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরকারী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হামিদুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম মিয়া, শিক্ষক ইদ্রিস মিয়া,কাউন্সিলর ফারুক হোসেন, কাউন্সিলর অজয় কুমার দে( লিটন) আওয়ামী লীগ, নেতা এবিএম নুরুল আলম খসরু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ আনছার আলী বিকম অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি, চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিহাতি।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।