টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি (গৌরাঙ্গ বিশ্বাস) : ১০ ডিসেম্বর রোজ শনিবার টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সকাল থেকে শ্রীমৎ ভাগবত পাঠ মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, বেলা একটার দিকে ভোজন আরতি শেষ হয়, এরপর শুরু হয় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠান, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টাঙ্গাইল ৪ আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি,কম,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, কালিহাতির পৌর মেয়র নুরুন্নবী সরকার, কেন্দ্রীয় কালিবাড়ীর সভাপতি সুদীপ্ দত্ত (মানু) সহ সভাপতি শাওন সাহা চৌধুরী, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী।
সুশান্ত ঘোষ, সঞ্জয় পাল, আনন্দমোহন দত্ত, জয়দেব সাহা, তাপস চক্রবর্তী, সুমন বাগচী, রানা বিশ্বাস, রনি বিশ্বাস, দুলন বিশ্বাস, দুলন দেবনাথ, মৃত্যুঞ্জয় পন্ডিত, অন্তু দেবনাথ, জয়দেব কর্মকার, গণেশ সাহা, শংকর সাহা, নির্মল সাহা চৌধুরী, জয়ন্ত সরকার, অনুষ্ঠানে ভোজন আরতি পরিচালনা করেন জয়দেব কর্মকার ও তার দল। হাজার হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।