টাঙ্গাইল জেলা প্রতিনিধি (গৌরাঙ্গ বিশ্বাস ও বিপ্লব সরকার) : টাঙ্গাইলের কালিহাতিতে প্রতি মাসের প্রথম সপ্তাহে ফ্রি রোগী দেখবেন শ্রী শ্রী পাগল রামগোপাল আশ্রমের সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুধীর চন্দ্র পাল। তাহার গ্রামের বাড়ি কালিহাতি পৌরসভা চাটি পাড়া গ্রামে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাগল রাম গোপাল আশ্রমের সহ-সভাপতি বাবু সূর্যমোহন সরকার, সাধারণ সম্পাদক বাবু কার্তিক সরকার(দয়াল) সহ-সাধারণ সম্পাদক প্রভাত দত্ত, কমল সাহা, কালিহাতি পৌরসভার কাউন্সিলর আবু বক্কর, জেলা শ্রমিক লীগের শিক্ষা সাহিত্যিক গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, কালিহাতি পৌরসভা আওয়ামীলীগের সদস্য মুন্নাফ মিয়া, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বক্কর, উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানের সমন্বয়ক তুষার পাল, গনেষ পাল কালা চাঁন দত্ত প্রমুখ।