টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়নের উপর প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি এলেঙ্গা রিসোর্টে শেলটেকের সহযোগিতায় পৌর কতৃপক্ষ এ আয়োজন করে।
এলেঙ্গা পৌর মেয়র মোহাম্মদ নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি শাহ আলম মোল্লা, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজ্জাক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসেন,উপ সহকারী প্রকৌশলী সেলিম আল মাহমুদ, দশ পৌরসভা প্রকল্পের জুনিয়র মিউনিসিপ্যাল প্রকৌশলী এনামুল হক,প্রধান সহকারী মধু সুদন ঘোষসহ কাউন্সিলর ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।