অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নছিমনের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।