ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) :
ঝালকাঠির রাজাপুরে যাত্রা শুরু করলো পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। উপজেলা সদরের বাইপাস সড়কে ফিতা কাটা,আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো পপুলার ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের। বুধবার (৮ মার্চ) বেলা ১১ টায় পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ঝালকাঠি এইচ.এম জহিরুল ইসলাম। ডা ঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.সঞ্জীব কুমার বিশ^াস,উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদার, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খাঁন, বীর মুক্তিযোদ্ধা শাহ-আলম নান্নু ও নূরুল ইসলাম খলিফা, সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লা, উপজেলা ৬ নং মঠবাড়ী ইউপি চেয়ারম্যান শাহ জালাল আহমেদ,ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.আক্কাস সিদকার, রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কো-চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল এর সঞ্চলনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম নেছারি।