ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) :
“ স্মার্ট লাইভস্টক,স্মাট বাংলাদেশ ” স্লোগানে ঝালকাঠির রাজাপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি) এর অর্থায়নে এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারী
হাসপাতাল রাজাপুর এর আয়োজনে “প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
ভাচুর্য়াল সংযুক্ত হয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এম.পি। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ
রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম নান্নু, বাংলাদেশ ডেইরী এ্যাসোসিশন রাজাপুর উপজেলার সভাপতি মোঃ মাহমুদ হাসান আবু প্রমুখ।
প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,খামারী ও স্থানীয়রা অংশনেয়।প্রদর্শনী অনুষ্ঠানে ৫০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীর গরু, মহিষ, ছাগল, মুরগী, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি অংশ নেয়। অংশগ্রহন কারীদের মধ্যে যাচাই বাচাই শেষে ৬ টি ক্যাটাগরীতে ১৮ জনকে সনদপত্র
ও অর্থিক চেক বিতরন করা হবে।