ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) : ঝালকাঠির রাজাপুরে ৪ ডিসেম্বর সকাল ১১.০০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে পিস প্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকণ্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, বি এন পি এর সহ সভাপতি জাকির হোসেন মিনু, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক নিত্যান্দ সাহা, সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, কলেজ রোড় মাষ্টার বাড়ি ইমাম আবু হানিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার।
আরও উপস্থিত ছিলেন, ইসলামি শাসন তন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমীন গাজী, জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, জনপ্রতিনিধি সালমা আলমগীর, সাংবাদিক কামরুল হাসান রানা, সাংবাদিক কঞ্জনকান্তি চক্রবর্তী, সাংবাদিক আলমগীর শরীফ, যুবদলের যুগ্ন আহবায়ক পনির হাওলাদার, যুবদলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম তরুন, যুব দলের নেত্রীবৃন্দ, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেত্রীবৃন্দ, ইমাম নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার নেত্রীবৃন্দ।