ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) :
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় দিন পরে দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন- রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ূয়া সানজিদা আক্তার মীম ও ৭ম শ্রেণীর মারিয়া ইসলাম শিমু।
মঙ্গলবার(১১ জুলাই) দুপুরে রাজাপুর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা।
প্রেস ব্রিফিংএ সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, ৪ জুলাই বিকেলে দুই স্কুল ছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরে ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে রাজাপুরে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার দুপুরে দুই স্কুল ছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা আরো জানায় কিছুদিন ধরে রাজাপুরে ঘটে যাওয়া ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।