ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) : ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ি নদীর তীরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে সংগ্রহশালা ও পাঠাগার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে রুপসী বাংলার কবির জন্মস্থান রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ী ধানসিঁড়ি নদীর তীরে শনিবার বিকেলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এ নির্মান কাজের উদ্বোধন করেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এর স্ত্রী তৌফিকা আহম্মেদ, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। আলোচনা শেষে বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু জীবনানন্দ দাশের কবিতা আবৃতি করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ অংশ নেয়।