ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) : ঝালকাঠি-১ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। তিনি আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কাঠালিয়াপাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এক পথসভায়প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরোবলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়,বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনইনির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল, এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। শাহজাহান ওমর আরো বলেন, “ব্যঙ্গের প্রসাবে পাছার খাওয়া যায়না,বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি, আমি কোন খানের কথা বলেছিআপনারা বুজতে পারছেন”।
পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
মাওলানা সিদ্দিকুর রহমান কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচী শুরু করেন, পরে হিন্দু ধর্মের গীতা পাঠ করেন পবিত্র হালদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মোঃ ফাইজুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও কাওছার আহমেদজেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধামোঃ গিয়াস উদ্দিন সিকদার বাচ্চু, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইউসুফ আলী বক্স, নারায়ন চন্দ্র কাঞ্জিলাল, সাবেক বিএনপি নেতা আব্দুল জলিল মিয়াজী, মোঃ জাকির হোসেন কবির হাওলাদার, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ মোস্তাফিজুর রহমান মারুফ, মোঃ হাসিব ভুট্ট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম লিটন, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমাম হোসে বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ফাহিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানসহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।