ঝালকাঠি জেলা প্রতিনিধি : ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় ঝালকাঠিতে ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরিশাল আঞ্চলিক কার্যলয়ের আয়োজনে ঝালকাঠি পাবলিক হরিসভা প্রাঙ্গনে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রীমতি চম্পা সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ট্রাস্টি শ্রী মতি দোলা গুহ।
অনষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী জয়ন্ত চক্রবর্তী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাঠি পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক অসীদ কুমার সাহা সহ আরো অনেকে ।
উল্লেখ্য, এ কর্মশালা থেকে ঝালকাঠি জেলার ২৫ জন পুরোহিতকে হিন্দু আইন ও পূজা পদ্ধতি ও ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।