ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) :
ঝালকাঠিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের প্রতি।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমির অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।