ঝালকাঠি জেলা প্রতিনিধি (কঞ্জন কান্তি চক্রবর্তী) : ঝালকাঠির রাজাপুরে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেরার গালুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গালুয়া এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে ও ওই গ্রামের শাহাবুদ্দিন নুরানী মাদ্রাসার ছাত্র।
পুুলিশ ও স্বজনরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে চড়ে রাজাপুরের দিকে আসছিলো। পথিমধ্যে বেপরোয়া গতির আরেকটি একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে তাদের ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখমন্ডলে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।