মানবচিত্র ডেস্ক : বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফের তোলপাড়! ২০২৪ সালের আলোচিত জুলাই মাসের ছাত্র আন্দোলনের পর হঠাৎ করেই গা-ঢাকা দেন পুলিশের বিভিন্ন স্তরের ১৪ জন কর্মকর্তা। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তারা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী কোনো পূর্বানুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন এবং ‘Government Servants (Discipline and Appeal) Rules, 2018’ এর Rule 3(c) লঙ্ঘন করেছেন। আদেশটি কার্যকর ধরা হয়েছে ২৯ জুন ২০২৫ তারিখ থেকে।
সূত্রে জানা যায়, এই ১৪ কর্মকর্তার অনেকেই বিগত কিছু বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনসম্মুখে সমালোচিত ছিলেন। জুলাই আন্দোলনের পর তারা একে একে “ব্যক্তিগত কারণ” দেখিয়ে চাকরিতে অনুপস্থিত হয়ে পড়েন, যদিও খোঁজ নিয়ে জানা গেছে, তাদের অধিকাংশই ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন।
একবছর আগের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনা হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়। আজকের বরখাস্ত সিদ্ধান্তকে প্রশাসনের পক্ষ থেকে “দায়বদ্ধতা নিশ্চিত করার পদক্ষেপ” হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশাসনিক স্বচ্ছতা ও পুলিশ বাহিনীর জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।