জাতীয় ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আইজিপি এক অভিনন্দন বার্তায় বলেন, জিম্বাবুয়ের মাটিতে টি-২০ সিরিজে বাংলাদেশের টাইগাররা যে অসাধারণ ক্রীড়া শৈলী ও নৈপুণ্য প্রদর্শন করেছেন তা সত্যিই অসাধারণ। এ জয় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গৌরব বাড়িয়েছে। আমাদের ক্রিকেট খেলোয়াড়গণ জয় ও সফল্যের এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, যাতে ক্রিকেট বিশ্বে আমরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারি।
আইজিপি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানান।