নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে সাতক্ষীরা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১০ আগস্ট বুধবার বিকাল ৫টায় শহরের সুলতানপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোক দিবসের উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, পৌর কমিটির সভাপতি ও এমআর বিজনেস গ্রæপের চেয়ারম্যান নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, রাজিব ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক বিল্লাহ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন (রুবেল)।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হাসান খোকন, তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৭টা ১৫মিনিটে কাল পতাকা অর্ধনমিত উত্তোলন, ৭ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, ৮টায় কাল ব্যাজ ধারন, সকাল ১০টায় শোক র্যালী, দুপুর ১টা ৪৫ মিনিটে ১৫ আগস্টের সকল শহিদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, দুপুর ২টায় অসহায় শিশুদেও মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ আগস্ট সন্ধা ৭টায় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।