মাদারীপুর জেলা প্রতিনিধি (মোঃ সাইফুল ইসলাম) : বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন, বিতরন ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব আহসানুল হাবিব খান ও মাদারীপুর জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আক্তার হাওলাদার সহ অত্র এলাকার গন্যমান্য বাক্তিবর্গ ও অভিবাবকবৃন্দ।
এছাড়াও সংগঠনে কেন্দ্রীয় সদস্য সাইফুল কাজী, যুগ্ম সম্পাদক রাজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বজন শরীফ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য রিপন চক্রবর্তী ও লিজা আক্তার সহ অত্র বিদ্যালয়ের কচিকাচা ছাত্রছাত্রীবৃন্দের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক আশিষ কুমার ও সভাপতিত্ব করেন আজিজুল আরফান প্রিন্স।
কেন্দ্রীয় নির্দেশনায় ও আলোচকদের বক্তব্যে দেশ ও পরিবেশের জন্য বৃক্ষের গুরুত্ব ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয় এবং আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় এবং আয়োজন সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।