অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। জীবননগর থানা এলাকা থেকে ৬ আগস্ট (রোববার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম মো. নাসির মিয়া তরুন (২৩)।
জেলা পুলিশ জানায়, জীবননগর থানা-পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ৬ আগস্ট বিকেল সোয়া ৩টার দিকে জীবননগর থানার সদরপাড়া গ্রাম থেকে নাসিরকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।