আন্তর্জাতিক ডেস্ক : চিনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির এ প্রদেশের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। আর তা থেকেই দেখা দিয়েছে বন্যা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এখনো ৬ জন নিখোঁজ রয়েছে।
এর আগে গত মাসে চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়। যার মধ্যে দুইজন উদ্ধারকর্মীও ছিলেন। এছাড়া গত সপ্তাহে দেশটির জিলিন প্রদেশে ভারী বৃষ্টিপাতে ডজন খানেক লোকের মৃত্যু হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি জানায়, হেবেই প্রদেশের রাস্তাঘাঁট এখনো কাদামাটিতে আচ্ছন্ন। স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের কাজ করছে।