অনলাইন ডেস্ক : সদ্য কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত চার জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। গতকাল সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পাঁচ জন পুলিশ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যত কর্মজীবনে সাফল্যের জন্য তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃসাজ্জাদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।