মানবচিত্র ডেস্ক : চার দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতদিন ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুস জানায়, এর ফলে ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ৮২ হাজার ৩৪৮ টাকায় নেমে এসেছে। যা রবিবার পর্যন্ত ধরা হয়েছে ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেটের দা্ম ৭৯ হাজার ৪৯০ টাকার জায়গায় হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা।
১৮ ক্যারেটের ৬৮ হাজার ১১৮ টাকার স্বর্ণ হচ্ছে ৬৭ হাজার ৪১৮ টাকা। আর সনাতনী ৫৬ হাজার ৪৫৪ টাকার স্বর্ণের ভরি ধরা হয়েছে ৫৫ হাজার ৮৭০ টাকা।
তবে নতুন দরে কমছে না রুপার দাম। আগের মতোই ২২ কারেটের রুপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা ও সনাতনী রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানায়।
উল্লেখ্য, এর আগেও গত বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বর্ণের ভরিতে কমানো হয়েছে এক হাজার ২৮৩ টাকা।