অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ RAB ক্যাম্পের অভিযানে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান ও ০৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
গত ইং- ২৬/০৬/২০২১ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ RAB ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা টোলপ্লাজার সন্নিকটে, জেলা শিল্পকলা একাডেমির সামনে মেইন রাস্তার উপর একটি অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে সন্দেহভাজন বেশকিছু যানবাহন (বিশেষত, পাওয়ার টিলার) ও চালকদের তল্লাশিকালে পাওয়ার টিলার চালক মো: ফারুক(২৭) এর হেফাজত থেকে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ওয়ান শুটার গান, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি, ০১টি মোবাইল ফোন তার দেখানো মতে এবং সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।
পরবর্তীতে পাওয়ার টিলার সহ উক্ত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মো: ফারুক একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তার নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।
এ সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় “অস্ত্র আইন ১৮৭৮” এ একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।