চাঁদপুর জেলা প্রতিনিধি (ইসমাইল হোসেন) : চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলামের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে এই বিক্ষোভ মিছিল করে।
এসএসসি পরীক্ষার্থী মিরাজ ও মাহি বলেন, এসএসসি পরীক্ষার্থী ১৩৯ জন শিক্ষার্থীর কাছ থেকে নানান অযুহাতে অর্থ হাতিয়ে নেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও খন্ডকালীন শিক্ষক সামসুদ্দোহা সেলিম। একটি বিষয়ে সবাইকে ফেল দেখিয়ে তিনবার ফি নেয়া, বিদ্যালয়ের ল্যাব রুমের বিদ্যুৎ বিল বাবদ প্রতিমাসে বিশ টাকা হারে আদায় করাসহ পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, গালমন্দসহ নানান অনিয়ম করে আসছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা এমন অনিয়মে জড়িত শিক্ষকদের অপসারণ করার দাবী তোলেন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের সাথে তৈরি হওয়া মতবিরোধ নিয়ে বৈঠক হয়েছে। এখন আবার নতুন করে তারা আন্দোলন করছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আল মামুন সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনাকাঙ্খিত ঘটনা নিয়ে তৈরি হওয়া বিরোধগুলো নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আবদুর রহিম খাঁন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করা হবে। তারপর প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।