চরফ্যাশন প্রতিনিধি (এম মিলন রানা) : অসাধারণ নেতৃত্তের কারণে ইতিমধ্যেই ৮নং চরকলমী ইউনিয়ন ছাত্রলীগ কর্মীদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন ছাত্রনেতা শাহিন লাঠিয়াল আদর বর্তমানে তিনি দায়িত্ব পালন করেন চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক হয়ে,ও আরো দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক- শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শশীভূষণ থানা শাখা, ও প্রচার সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন শশীভূষণ থানা শাখা, সুনামের সাথে ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্বরত ছিলেন এই ছাত্রনেতা। এবং স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার সাধারণ সম্পাদক চরকলমী ইউনিয়ন শাখা। তিনি সাধারণ মানুষের পাশে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন শাহিন লাঠিয়াল আদর। অসাধারণ নেতৃত্বগুণ, মানবিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণে শুধুমাত্র ছাত্রলীগ কর্মী নয় তার সাথে সাধারণ ছাত্রের কাচেও তিনি হয়ে উঠেছেন নেতৃত্ব ও মানবিকতার আইকন। সকল রাজনৈতিক সমাবেশ এবং উন্নয়নমূলক কাজে তার পদচারণা লক্ষণীয়। তাই চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরকলমী ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে শাহিন লাঠিয়াল আদরের বিকল্প নেই। আর তাই চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে শাহিন লাঠিয়াল আদর কেই দেখতে চাই।
চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যেতে চায় শাহিন লাঠিয়াল আদরের নেতৃত্বে। চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রিয় শাহিন লাঠিয়াল আদর’কে দেখতে চান চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে। চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা জানান শাহিন লাঠিয়াল আদর একজন সুদর্শন ছাত্রনেতা যিনি কর্মী বান্ধব এবং অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন নিঃস্বার্থভাবে। তিনি একজন কর্মীবান্ধব ছাত্রনেতা হিসেবে প্রিয় লিডার জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের একান্ত স্নেহের শাহিন লাঠিয়াল আদর’কে চরকলমী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা তাকেই দেখতে চাই।